বুধবার, নভেম্বর ৬, ২০২৪
Homeবিনোদনঅপেক্ষায়  ........ কাজী জুবেরী মোস্তাক

অপেক্ষায়  …….. কাজী জুবেরী মোস্তাক

অপেক্ষায়

কাজী জুবেরী মোস্তাক

এ কেমন অপেক্ষায় রাখলে আমায় ,

এখন যে বেঁচে থাকাটাই হয়েছে দায়

শয়নে,স্বপনে,জাগরণে দেখি তোমায় ৷

 

এ কেমন ভালো তুমি বাসলে আমায় ,

যে ভালোবাসায় একা থাকাটা’ই দায়

তোমার ছাড়া আমি যে বড্ড অসহায় ৷

 

এ কেমন তরো কাছে ডাকলে আমায় ,

তোমার স্পর্শ ছাড়া সব শূন্য মনে হয়

তোমার স্পর্শেই শরীরের তৃষ্ণা হারায় ৷

 

এ কেমন স্বপ্ন তুমি দেখালে এ আমায়

যে স্বপ্ন আজকে দুঃস্বপ্ন হয়েই কাঁদায়

আর স্মৃতিগুলো সুনামী হয়ে বয়ে যায় ৷

 

ফিরে এসো বেলা আজ এই অবেলায়

তোমাকে ছাড়া আমি একলা অসহায়

আর কতো অপেক্ষায় রাখবে আমায় ?

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -