সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরঅবশেষে টাঙ্গাইলে বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের ২০১ গম্বুজ মসজিদে নামাজ আদায় শুরু

অবশেষে টাঙ্গাইলে বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের ২০১ গম্বুজ মসজিদে নামাজ আদায় শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে টানা কয়েক মাস সাময়িক নামাজ বন্ধ থাকার পর অবশেষে টাঙ্গাইলের গোপালপুরের পাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদে নামাজ আদায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুন) বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্বাস্থ্য বিধি মেনে শুক্রবার (২৬ জুন) জুমা’র নামাজ আদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এ প্রসঙ্গে ২০১ গম্বুজের প্রতিষ্ঠা পরিচালক ও রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে ২০১ গম্বুজ বিশিষ্ট দক্ষিণ পাথালিয়া মসজিদ কমপ্লেক্সে নামাজ আদায় বন্ধ ছিল। মসজিদ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও স্বাস্থ্যবিধি মেনে আগামী শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে পুর্নরায় আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।

তিনি আরও জানান, মসজিদে সাময়িক নামাজ আদায় বন্ধে দুঃখ প্রকাশ করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -