২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টির ম্যাচে বাংলাদেশ ২২ গজে উইকেটে নামে। প্রায় ১২ বছর মানে এক যুুগ অতিবাহিত হয়ে গেছে টি-টোয়েন্টির ফর্মটে।
কিন্তু ১২ বছরেও বাংলাদেশ বড় দল না হউক মধ্যম সারির দলের রূপে নিজেদের প্রমান করতে ব্যর্থ হয়। চলতি উইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশের আইসিসির র্যাঙ্কিংয়ে স্থান ১০ নম্বরে। সবে মাত্র ক্রিকেটের জগতে হাটাহাটি শুরু করা আফগানিস্তানও ৮ নম্বরে!
এতো গুলো বছরে বাংলাদেশ একবার মাত্র বিদেশে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। বিদেশের মাটিতে ২১ম সিরিজে এসে বাংলাদেশ ২য় বার টি-টোয়েন্টি সিরিজ জিতল।
সিরিজ জেতার ফলে বাংলাদেশের আইসিসির র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট বাড়বে। বাংলাদেশের উপরে ৯ নম্বরে থাকা শ্রীলংকার রেটিং পয়েন্ট ৮৫। এই রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাচ শেষ হবার পর পরই আইসিসির অফিসিয়াল ওয়েব সাইডে রেটিং পয়েন্ট আপডেট করা হয়নি।