অনলাইন থেকে: শিরোপার লড়াইয়ে ফাইনালে খেলতে নেমে এক অনন্য রেকর্ড গড়বেন মেসি- সেটা জানা কথা। ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটা নিশ্চিত হয়ে গেছে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসকে পেছনে ফেলে ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি গড়লেন ৩৫ বছর বয়সী মেসি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মাঠে নামার মাধ্যমে লোথার ম্যাথিউসের রেকর্ড স্পর্শ করেন লিওনেল মেসি। ফাইনালে নামার আগ পর্যন্ত দুজনের ম্যাচ সংখ্যা ছিল ২৫টি। আর ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে মেসির নামের পাশে লেখা হয়েছে আরও একটি।
এই তালিকার তিন নম্বরে অবস্থান করছেন আরেক জার্মান লেজেন্ড মিরাস্লোভ ক্লোজা। বিশ্বকাপে তিনি খেলেছেন মোট ২৪টি ম্যাচ। আর চেয়ে এক ম্যাচ কম খেলা পাওলো মালদিনির অবস্থান চার নম্বরে। এদিকে বিশ্বকাপে মোট ২২টি ম্যাচ খেলে সর্বোচ্চ ম্যাচে মাঠে নামার তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ।
শুধু তাই নয়, ফাইনালে পেনাল্টি থেকে গোল করে ইতিহাস বনে গেছেন এই জীবন্ত কিংবদন্তি। প্রথম ফুটবলার হিসেবে এক আসরের গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করার কীর্তি গড়েছেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদানও এখন মেসির। এখন পর্যন্ত মোট অ্যাসিস্ট ৮টি। আর গোল করেছেন ১২টি। এদিকে ২৩ মিনিটে স্পট কিক থেকে গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট খেলার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। পেছনে ফেলেছেন পাউলো মালদিনিকে।