বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeখেলাধুলাআন্দ্রে রাসেল ছক্কার মাষ্টার

আন্দ্রে রাসেল ছক্কার মাষ্টার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শেষ হয়েছে। এবারের এই আইপিএল মহাযজ্ঞে চেন্নাইকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

তবে এই আইপিএলে ফাইনালে না উঠেও দুটি পুরষ্কার জিতেছেন আন্দ্রে রাসেল। সর্বোচ্চ স্ট্রাইক রেট এবং মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরষ্কার।

এই দুই পুরষ্কারের বাইরে এবার আইপিএলে রীতিমত তান্ডব চালিয়েছিলেন আন্দ্রে রাসেল। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ছক্কা এসেছে তার ব্যাট থেকে। ১৪টি ম্যাচ খেলে ৫২ টি ছক্কা মেরেছেন এই তারকা।

দুই নম্বরে আছে তারই স্বদেশী ক্রিস গেইল। ৩৪টি ছক্কা মেরেছেন গেইল ১৩টি ম্যাচ খেলে। তিনে আছে হার্ডিক পান্ডেয়া। ১৬ ম্যাচে ১৯ ছক্কা মেরেছেন মুম্বাই তারকা।

চারে আছে রিশাব পান্ট। ২৭টি ছক্কা মেরেছেন ভারতীয় এই আলোচিত তারকা। ২৬ টি ছক্কা মেরে তালিকার পাঁচে আছে ভিলিয়ার্স।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -