রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
Homeখেলাধুলাআবার ইনজুরিতে তাসকিন; দেশে ফেরত পাঠানো হচ্ছে তাকে!

আবার ইনজুরিতে তাসকিন; দেশে ফেরত পাঠানো হচ্ছে তাকে!

ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরি থেকে জাতীয় ফেরার আগে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন এই ডানহাতি।

সেখানে পারফর্ম করেই আবারও জাতীয় দলে ফেরার লক্ষ্য ছিল তার। কিন্তু ভাগ্য সহায় হয়নি এই ডানহাতি পেসারের। আয়ারল্যান্ড সফরে এখন পর্যন্ত কোন ম্যাচেই একাদশে দেখা যায়নি তাসকিনকে।

কারণ খুঁজতে গিয়ে বের হয়ে এল বাজে খবর। জানা গিয়েছে, ইনজুরি এখনও পিছু ছাড়েনি তার। যেকারণে সিরিজের প্রথম তিন ম্যাচে মাঠে নামা হয়নি এই ডানহাতি পেসারের।

এছাড়াও ভেতরের খবর বলছে দ্রুতই দেশে ফেরত পাঠানো হবে তাকে। তবে কবে বা কখন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর তার বদলি হিসেবে আয়ারল্যান্ড কে যাচ্ছেন সেটাও জানা যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -