নিউজ টাঙ্গাইল ডেস্ক: সখীপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাই এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) মুখতার ফোয়ারা চত্বরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউটের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, অধ্যাপক রফিক-ই-রাসেল প্রমুখ।
উল্লেখ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সখীপুর আবাসিক মহিলা কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য, দাঁড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও অবিভক্ত গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই গত (৬ ডিসেম্বর) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।