ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম জয়ের তৃতীয় জন্মদিন আজ। ছেলের জন্মদিনে গতবারের মত এবারো গুলশানের একটি রেস্তরাঁয় পার্টির আয়োজন করেছেন অপু বিশ্বাস। এই আয়োজনে শামিল হতে শাকিব খানকে দাওয়াত দিতে মঙ্গলবার এফডিসিতে গিয়েছিলেন অপু ও আব্রাম। গতবার কার্ডে শাকিবের নাম না থাকলেও এবার অপু বিশ্বাস কার্ডে শাকিবের নাম লিখেছেন। তাই চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই ধারণা করছেন, এবার আব্রামের জন্মদিনে অপু বিশ্বাসের পাশাপাশি হয়তো শাকিব খানও অনুষ্ঠানে ছেলের জন্য হাজির হবেন।
অপু বিশ্বাস একটি অনলাইন পোর্টালে জানান, বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়েই আব্রামের জন্মদিন পালন করার ইচ্ছে আছে আমার। কোনো কমতি রাখতে চাই না। আর উপহারতো থাকবেই। এটা কি উপহার সেটা মুখে এখনই বলতে চাই না।’
এদিকে গতকাল মায়ের সঙ্গে আব্রাম যখন এফডিসিতে যান নায়ক শাকিব তখন ব্যস্ত ‘কালপ্রিট’ সিনেমার শুটিং। হঠাৎ তাদের দেখে চমকে ওঠেন সেটে থাকা সবাই। ছেলেকে শুটিং সেটে পেয়ে বেশ আনন্দিত হন শাকিব। আব্রামের সঙ্গে খেলায় মেতে উঠেন তিনি। বেশ কিছুক্ষণ সময় একসঙ্গে কাটে বাবা-ছেলের। পরে বাবাকে জন্মদিনের কার্ড দিয়ে মায়ের সঙ্গে ফিরে যায় আব্রাম।
সম্প্রতি নিকেতনের বাসা পরিবর্তন করেছেন অপু বিশ্বাস। এরপর থেকে মা-ছেলে থাকছেন বসুন্ধরা আবাসিক এলাকায়।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় পুত্রসন্তান আব্রাম খান জয়। চলতি বছর তাদের বিবাহবিচ্ছেদ হয়।