আমার ভাষা
——সাদিয়া ইসলাম রিশা মনি
ভাষার জন্য গেল যারা
ফিরলো নাতো তাঁরা,
তাদের জন্য সকল মায়ের
গর্বে বুকঁটা ভরা।
কামার-কুমার জেলে চাষা
সবার মুখে বাঙলা ভাষা,
বাঙলা আমার মা
বাঙলা আমার দেশ,
মায়ের দেশে আমরা সবাই
আছি অনেক বেশ।
কত লোকের রক্তে ভেজা
আমাদের এ ভাষা
তাই আজ এ দেশটি হলো
সোনার রুপায় কাসা,
বাঙলাকে রক্ষা করতে হাতে নিবো অস্ত্র
বাঙলার জনতা আজও অনেক তেজি সূর্য
সবুজ ক্ষেতের চাষী পদ্মা নদীর মাঝি
আজ আমরা সবাই বাঙলা ভাষা ভাষী।