শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাআ’লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় ব্যস্ত মনোনয়ন প্রত্যাশী মশিউজ্জামান রোমেল

আ’লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় ব্যস্ত মনোনয়ন প্রত্যাশী মশিউজ্জামান রোমেল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফলদা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এরআগে ফলদা বাজারে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অপরাজিতা হক। প্রধান বক্তা ছিলেন- টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।

এছাড়াও অতিথি ছিলেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মিঞা, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ-উন-নবী রঞ্জু মাস্টার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান হিরা, টাঙ্গাইল জেলা শাখা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ দত্ত।

এসময় উপস্থিত ছিলেন- অলোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়াজেদা সালাম পপি, ইবরাহীম খাঁ সরকারী কলেজের সাবেক জিএস মোঃ সুরুজ্জামান সুরুজ, খন্দকার আসাদুজ্জামান স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামান পলাশ, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল ইসলাম ঠান্ডু, সাবেক ছাত্রনেতা আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান রাসেল, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -