বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeদেশের খবরআশুলিয়ায় আওয়ামীলীগ নেতার দিচ্ছে অবৈধ গ্যাস, সেই টাকা দেশ ভ্রমণ

আশুলিয়ায় আওয়ামীলীগ নেতার দিচ্ছে অবৈধ গ্যাস, সেই টাকা দেশ ভ্রমণ

মোঃমনির মন্ডল, সাভারঃ আশুলিয়ার ভাদাইলে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে আওয়ামী লীগের এক নেতা। গত কয়েকদিন যাবত ভাদাইল এলাকার রুপায়ন সংযোগ মহল্লায় গভীর রাতে বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছেন ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফি মাদবর এর নেতৃত্বে। এসব অবৈধ গ্যাস সংযোগে প্রতিটি বাড়ির মালিকের নিকট থেকে ৪০-৫০ হাজার টাকা নিচ্ছেন। ওই অবৈধ গ্যাস সংযোগ এর টাকায় তিনি দেশ ভ্রমণ করেছেন।

রবিবার সকালে সরজমিনে গিয়ে এই অবৈধ সংযোগের সত্যতা পাওয়া যায়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিন রাত ১১ টার পর থেকে ভোর পর্যন্ত কয়েকজন মিস্ত্রি ও তাদের নিজস্ব মেশিনারিজ যন্ত্রপাতি দিয়ে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে ৪০/৫০ হাজার টাকা নিয়ে তিতাসের মূল লাইন থেকে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদান করছেন। গত কয়েকদিন যাবত ভাদাইল এলাকায় রুপায়ন সংযোগ মহল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন আওয়ামী লীগ নেতা শফি মাদবরের নেতৃত্বে। প্রায় অর্ধশতাধিক বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ৩০/৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই আওয়ামী লীগ নেতা। অবৈধ গ্যাস সংযোগের কারণে গ্যাস দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হচ্ছে। মানুষের জীবন পড়ছে ঝুঁকির মধ্যে। এ ঝুঁকির অবসানে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ শুধু নয়, যারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে।

রুপায়ন এলাকার এক বাসিন্দা নাম না প্রকাশ করা শর্তে এক ব্যক্তি জানায়, কয়েক দিন আগে আওয়ামী লীগ নেতা শফি মাদবরসহ আরো ২/৩ জন মিলে এই অবৈধ গ্যাস সংযোগের টাকা উত্তোলন করে কক্সবাজার ও সেন্টমার্টিন ভ্রমণ করেন তিনি। তিনি কক্সবাজার ফাইভ স্টার হোটেল কয়েকদিন রাত্রি যাপন করেন। পরে তিনি সেন্টমার্টিন ওভ্রমন করেন বলে জানাই।

আরো জানা যায়, গত ৩/৪ মাস আগে আওয়ামী লীগ নেতা শফি মাদবরের অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে এক মিস্ত্রির শরীল আগুনে পুড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ওই বিষয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিলে দামা-চাপা দিয়ে মীমাংসা করেন।

এবিষয়ে আওয়ামীলীগ নেতা শফি মাদবরের মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -