আশুলিয়া থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী কুলসুম ইয়াবাসহ আটক 

0
99
News Tangail

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ার চারাল পাড়া এলাকার থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবার ডিলার কুলসুম আক্তার (৪০) কে আটক করেছে থানা পুলিশ । বুধবার বিকেলে বাসা থেকে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতসে আশুলিয়া থানা চারালপাড়া এলাকার মৃত ইকবাল মিয়ার স্ত্রী।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার চারালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুলসুমের ছেলে রিপন পালিয়ে যায়। পরে কুলসুমকে ৫৩পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। চারালপাড়া এলাকার ইয়াবার ডিলার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী কুলসুস ও তার ছেলে রিপন। কুলসুমের ছেলে রিপন দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলো।

আরো জানা গেছে, আটককৃত কুলসুম ও তার ছেলে রিপনের নামে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে আশুলিয়া থানায়।

অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদেরকে বেশ কয়েকবার ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটকের পর কিছুদিন কারাবাস করে জামিনে মুক্ত হয়ে পুনরায় ইয়াবার ব্যবসা শুরু করেন।এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।