নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ইউরেকা মডেল স্কুল কলাবাগান শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মকবুল হোসেন পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা-সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম , বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, বেড়বাড়ী খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী সিকদার, ইউরেকা শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক খান মুহাম্মদ মনির, নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতাসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।