রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলইটভাটার কাদামাটি পরে পিচ্ছিল রাস্তায় আহত ৪

ইটভাটার কাদামাটি পরে পিচ্ছিল রাস্তায় আহত ৪

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ইটভাটার কাদামাটি ড্রামটাকে করে নেওয়ার সময় তা সড়কে পড়ে জমেছিল । সেখানে মোটরসাইকেল উল্টে দুমড়ে-মুচড়ে ৪ জন আহত হয়েছেন। এ ব্যাপারে স্থানীয়রা ৯৯৯ এ কল করলেও কোন সাড়া পাননি।

আজ বুধবার ভোরে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে ড্রামট্রাকে করে স্থানীয় এক ইটভাটায় মাটি নিয়ে যাওয়ার সময় কিছু মাটি রাস্তায় পরে যায়। পরে সেটা কাদায় পরিনত হয়। পরে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে ৪ জন আরোহী আহত হন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, কাদামাটি রাস্তায় পড়ে পিচ্ছিল হয়ে যায়। এ কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -