নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ ও মা-বোনদের নিরাপদে পথ চলা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে টাঙ্গাইলের সর্বস্তরের জনগন। মঙ্গলবার বিকেলে শহরের ক্যাপসুল মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইলের সাংষ্কৃতিককর্মী সাম্য রহমান, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (বড় মনির), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিপ্লব প্রমুখ। বক্তারা বলেন, আমাদের মা-বোনরা রাস্তা-ঘাটে নিরাপদে চলাফেরা করতে পারে সেরকম পরিবেশ চাই। আর কোন বখাটে যেন কোন মেয়েকে ইভটিজিং কিংবা কোন খারাপ মন্তব্য করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আর্কষন করছি। আমরা চাই এসকল বখাটের সর্ব্বোচ শাস্তি হোক। উল্লেখ্য, গত ১০ জুন কয়েকজন বখাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ এ টাঙ্গাইল শহরের ক্যাপসুল মার্কেটের আশপাশের কয়েকটি মেয়ের ভিডিও করে এবং খারাপ মন্তব্য করে এবং তার সকল বন্ধুদের তা দেখার জন্য বলে। পরে এ ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে টাঙ্গাইল ডিবি পুলিশ চারজন বখাটেকে আটক করে।