নিজস্ব প্রতিনিধি: ইলেকট্রনিক মিডিয়ার মানোন্নয়নে সখীপুরে আনন্দ ক্যাবল ভিশনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে পৌর ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা ক্যাবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র মোঃ সাইফুজ্জামান সোহেল এর উদ্বোধন করেন।
এ সময় মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার লুৎফাসহ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীও ক্যাবল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।