- নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঈদের আগে ও পরে কয়েক দিন সড়ক নিরাপদ থাকলেও শনিবার (১৬ জুলাই) যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিভিন্ন জেলায় সড়কে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে।
টাঙ্গাইল:
টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাকে বাসের ধাক্কায় ৩ জন নিহত হন। এদিন ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। পরিচয় বের করে আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মির্জাপুরে আরেক দুর্ঘটনায় মা ও দুই সন্তান নিহত হন। মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া একটি বাসের চাপায় তাদের মৃত্যু হয়। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এএসআই) মো. নবীন বলেন, আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)।
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদিন দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে খালকুলা এলাকায় ঢাকামুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, আজ দুপুরের দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস খালকুলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের নাম পরিচয় আপাতত জানা যায়নি।
বগুড়া:
বগুড়ায় প্রাইভেটকার ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। এদিন সকাল সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলার দরগাহাট এলাকার বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের তনসের আলী (৬০) ও তার ছেলে টগর আলী (৩৫), একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান বিজয় (৩৫) এবং প্রাইভেটকার চালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন (৩০)।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, তনছের আলী ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেটকারে করে নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিলেন তারা। পথিমধ্যে কাহালুর দরগাহহাট এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তনছের আলী, তার ছেলে টগর এবং প্রাইভেটকারচালক সুমন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আব্দুর রহমান বিজয়ের মৃত্যু হয়।
ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এদিন দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোর্ট ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫), তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (২৬) ও আড়াই বছরের মেয়ে জান্নাত।
পুলিশ জানায়, জাহাঙ্গীর-রত্না দম্পতি আল্টাসনোগ্রাফি করার উদ্দেশ্যে ত্রিশাল পৌর এলাকায় আসেন। কোর্ট ভবন এলাকায় মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় রত্না বেগমের গর্ভে থাকা সন্তান রাস্তায় ভূমিষ্ঠ হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন, দিনাজপুরের খানসামায় ট্রাকের ধাক্কায় একজন, ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুর এলাকায় ট্রাকের ধাক্কায় একজন, চট্টগ্রামের ফটিকছড়িতে পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী, গাজীপুরের পুবাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন ও নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত হন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।