সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামীকাল (৪ জুলাই) মঙ্গলবার খুলছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(মাভাবিপ্রবি)। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হচ্ছে ভাসানী বিশ্ববিদ্যালয়।
জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক জানায়, ঈদ-উল-ফিতরের ছুটি উপলক্ষে ২৪ জুন, শনিবার থেকে ০৩ জুলাই, সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা এবং অফিসসমূহ বন্ধ ছিল। আগামীকাল থেকে যথানিয়মে ফের ক্লাস-পরীক্ষা শুরু হবে। একই সাথে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম।
উল্লেখ্য, পবিত্র রমজান, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৪ জুন থেকে মাভাবিপ্রবিতে ছুটি ঘোষণা করা হয়।
m
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।