সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeবিনোদনঈদে আসছে পায়েলর এর কন্ঠে নতুন গান

ঈদে আসছে পায়েলর এর কন্ঠে নতুন গান

মোঃমনির মন্ডল, বিনোদন ডেস্কঃ ঈদ উপলক্ষে নতুন গান-ভিডিও নিয়ে আসছেন পায়েলর এর কন্ঠে। শিরোনাম “লেডি কিলার বয়”

গানটির কথা, সুর করেছেন সাইফ সাইফুল্লাহ সাগর ও গানটির চমৎকার সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মাহমুদ।

সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন ইরকে মানিক।গানের ভিডিওতে শিল্পী নিজেরই উপস্থিতি রয়েছে।

নতুন গান প্রসঙ্গে পায়েল বলেন, ঈদ আনন্দে আমার নতুন গানটি বাড়তি মাত্রা যোগ করবে বলে আশা করছি। পূর্বের গানের মতো এই গানটি সবার পছন্দ হবে। আমি সবসময় বেছে বেছে শ্রোতাদের চাহিদার গুরুত্ব দিয়ে কাজ করছি। এই গানটির কথাগুলো শ্রুতিমধুর। চেষ্টা করেছি সুন্দরভাবে গাইতে। ইতিমধ্যে গানটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এটি শ্রোতামহলে ব্যাপকভাবে সাড়া ফেলবে বলে আশা করছি।

গানের মিউজিক ভিডিও পরিচালক ইরকে মানিক বলেন, ঈদের গান নিয়ে শ্রোতা-দর্শকদের বেশ আগ্রহ রয়েছে। গানে সবাই এখন সুন্দর ভিডিও দেখতে পছন্দ করে। আমি চেষ্টা করেছি দর্শকদের পছন্দ অনুযায়ী নাচনির্ভর একটি গান উপহার দেওয়ার। আশা করছি, সবার ভালো লাগবে।

জানা গেছে, ঈদের দুইদিন আগে গানটি মুক্তি পাবে সেভেন সিরিজ এর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানা গেছে।

ইউটিউব চ্যানেল লিংক www.youtube.com/7Seriesmlt

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -