মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীঈদে ছুটিতে পিকআপে বাড়ি ফিরছিলেন বউ-শ্বাশুড়ি, পথেই হলেন লাশ

ঈদে ছুটিতে পিকআপে বাড়ি ফিরছিলেন বউ-শ্বাশুড়ি, পথেই হলেন লাশ

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি পেয়ে খোলা পিকআপযোগে বাড়ি যাওয়ার পথে টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ট্রাককে পিক-আপের ধাক্কায় দুইজন নিহত হ‌য়ে‌ছে। এই ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও ১৫ জন। নিহতরা হলেন- জামালপু‌রের ইসলামপুর উপজেলার মাইজবাড়ীচর গ্রামের আব্দুল হকের মা নাসিমা বেগম (৪৫) ও তার স্ত্রী নিশি (২০)। তারা ঢাকার আশু‌লিয়ায় এক‌টি গার্মেন্টসে চাক‌রি কর‌তেন।

মঙ্গলবার (২৭ জুন) রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মন‌সিংহ-জামালপুর সড়‌কের উপ‌জেলার বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৮ জুন) সকালে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-প‌রিদর্শক সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাসিমা বেগমের ছেলে বিপ্লব বলেন, ঈদের ছু‌টি‌তে বা‌ড়ি যাওয়ার জন‌্য বাস না পে‌য়ে জামালপুরগামী এক‌টি পিকআপে উঠে‌ছিলাম। পিকআপে মা, বোন, ভাই, ভাবী, খালা-খালু ছাড়াও আরও ক‌য়েকজন ছিলেন। প‌রে পিকআপ‌টি ঘটনাস্থলে পৌঁছালে সড়‌কে বাঁকা হ‌য়ে দাঁড়ি‌য়ে থাকা কাঠবোঝাই ট্রা‌ককে স‌জো‌রে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে ভাবি (নি‌শি) মারা যান। প‌রে হাসপাতা‌লে আমার মা মারা যান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এলিন আরাফাত অনিক জানান, ১৫ জন‌কে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে না‌সিমা না‌মের একজন অতিরিক্ত রক্তক্ষর‌ণের কার‌ণে মারা যান। এছাড়া পাঁচজ‌নের অবস্থা গুরুতর হওয়ায় তা‌দেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা‌নো হয়।

এ ঘটনায় কালিহাতীর এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ-প‌রিদর্শক সাকিব জানান, সড়‌কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লাকড়িবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী পিকআপের সজোরে ধাক্কা লা‌গে। এতে ঘটনাস্থ‌লেই একজন ও হাসপাতা‌লে আরেকজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় ট্রাক ও পিকআপ জব্দ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া ‌শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -