নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট নিরসনে টাঙ্গাইলে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ। এতে জেলা পুলিশের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সড়ক ও জনপথ, বিবিএ কর্তৃপক্ষ, পৌরসভা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ঈদের আগে ও পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন এবং যাত্রীদের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে চলাচলের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশ ও সংশ্লিষ্টদের তৎপরতায় গত কয়েক বছর ধরে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব-এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় নির্বিঘ্নে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন।