স্পোর্টস ডেস্ক:ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।
ওয়ানডে স্কোয়াডে থাকা এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্তর পরিবর্তে টি-২০ স্কোয়াডে যোগ হয়েছেন সৌম্য সরকার এবং আরিফুল হক।শনিবার (২৮ জুলাই) বিসিবি এই দল ঘোষণা করে।
বাংলাদেশের টি-২০ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহামুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক।