শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাউৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ নূর-নবী শেখ,ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: -বাংলাদেশের অন্যতম সেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (১৮জুলাই) টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার সদ্য সরকারীকরণ করা দক্ষিণ দরিচন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা শিক্ষা অফিসার পারভীন আক্তার,এছাড়াও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাবেয়া খাতুন,ইউপি সদস্য বাবলু মিয়া,দক্ষিণ দরিচন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষাক মোঃ ফিরোজ আহমেদ, উৎসর্গ ব্লাড ফাউন্ডেশন উপদেষ্টা সমাজসেবক নজরুল ইসলাম।

এছাড়াও উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনেনের সাধারণ সম্পাদক অসীম কুমার তালুকদার,উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী আওলাদুজ্জামান আদর সহ ফাউন্ডেশনের এডমিন সহ স্থায়ী সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত অতিথিবৃন্দ স্কুলে আরও মান উন্নয়নে জন্য নানা পরামর্শ ও সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি কাজী আওলাদুজ্জামান আদর বলেন,উৎসর্গ ব্লাড ফাউন্ডেশন সৃষ্টিলগ্ন হতে ফাউন্ডেশন সেচ্ছায় রক্ত দান সহ সুনামের সহীত
নানা সামাজিক ও মানবিক কাজ করে আসছে।

আগামীতেও উৎসর্গ ব্লাড ফাউন্ডেশন দুঃখী ও অসহায় মানুষের পাশে সবসময় থাকবে বলে তার বক্তৃতার তিনি একথা বলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -