রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাঋণ খেলাপি দায়ে টাঙ্গাইলে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

ঋণ খেলাপি দায়ে টাঙ্গাইলে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপের নির্বাচনে ঋণ খেলাপি দায়ে টাঙ্গাইলে তিন চেয়ারম্যান প্রার্থীসহ হলফনামায় স্বাক্ষর না থাকায় একজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রবিবার (১২ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করেন মির্জাপুর, বাসাইল এবং সখীপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোহাম্মদ হাই জকী।

মনোনয়নপত্র বাতিলপ্রাপ্তরা হলেন- বাসাইল উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জনিয়ার সোহরাব হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, মির্জাপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম, বাসাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাম্মী আক্তার মুক্তি এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম খান।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, প্রার্থীরা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -