এনায়েত করিম বিজয় (বাসাইল):
প্রায় এক যুগ পর টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাসাইল-সখীপুরের এমপি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কমিটির সহ-সভাপতি কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. শরিফ হোসেন খান, কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে কুলসুম স্বম্পা প্রমুখ। হাসপাতাল পরিদর্শন শেষে এমপি অনুপম শাহজাহান জয় বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের যে সকল চিকিৎসক ডেপুটেশনে রয়েছেন তাদের এক সপ্তাহের মধ্যে হাসপাতালে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে জেলা সিভিল সার্জন কর্মকর্তাকে নির্দেশ দেন।