রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
Homeসাহিত্যএ শহর পরিত্যাক্ত .......কাজী জুবেরী মোস্তাক

এ শহর পরিত্যাক্ত …….কাজী জুবেরী মোস্তাক

এ শহর পরিত্যাক্ত 

কাজী জুবেরী মোস্তাক,

এই শহর এখন পরিত্যক্ত হয়ে গেছে ,

পচন ধরেছে ওর সারা শরীর জুড়ে

কংক্রিটের ভীড়ে স্বপ্নরা পড়ে আছে ৷

 

জীবনের মতো জীবন হেঁটে চলেছে ,

আঁধারের পাশ দিয়ে রাত্রির গহীনে

দম লাগানো মেশিনের মতো করে ৷

 

এই শহর এখন বসবাসের অযোগ্য ,

যেমন বাতাসে বেড়েছে শিশার ঘনত্ব

তেমনি মানুষের মনে বেড়েছে পুরুত্ব ৷

 

মিথ্যে কথার এ মেকি শহরের পথে ,

মুখোশের ভীড়েও কিছু মানুষ থাকে

নিয়ে যাবো তাদের শহর থেকে দুরে ৷

 

ফিরতে চাইনা আর এ শহরের ঘরে ,

নীরব কান্না যেখানে ঝরে ঝরে পরে

উঁচু উঁচু অট্টালিকার শিশার ওপারে ৷

 

এ শহর এখন পরিত্যক্ত হয়ে গেছে ,

আশাগুলো বন্দী শহরের চৌকাঠে

আর স্বপ্নগুলো বন্ধ ঘরের সিলিংয়ে ৷

 

ভালোবাসার অক্সিজেন শূন্য শহরে ,

ভালো মনের বড়’ই অভাব পড়েছে

মন সেও মন খোঁজে শরীরের ভাঁজে ৷

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -