সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeআন্তর্জাতিককরোনায় কানাডাকে ছাড়িয়ে বাংলাদেশ ১৭তম

করোনায় কানাডাকে ছাড়িয়ে বাংলাদেশ ১৭তম

নিউজ টাঙ্গাইল ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণে কানাডাকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ইতোমধ্যে কানাডাকে টপকে ১৭তম স্থানে চলে এসেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রতিষ্ঠানটির তথ্যানুসারে, কানাডায় ভাইরাসটিতে এক লাখ এক হাজার ৪৯১ জন আক্রান্ত হয়েছেন। অপর দিকে বাংলাদেশে এ পর্যন্ত এক লাখ দুই হাজার ২৯২ জনের করোনা পজিটিভি এসেছে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ গেছে ৩৮ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৪৩ জনে।

এ ভাইরাসে বিশ্বজুড়ে আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ লাখ ২৯ হাজার ২২১ জনে। আর প্রাণ গেছে ৪ লাখ ৪৮ হাজার ৪৭৪ জনের।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম কারো মৃত্যু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -