নিউজ টাঙ্গাইল ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র এক নার্সের মৃত্যু হয়েছে। তিনি মীরা রাণী দাশ (৫৪)। সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহম্পতিবার সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃতের নিটকআত্মীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রুপালি রাণী দাশ জানিয়েছেন, মৃত মীরা রাণী দাশ নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার সুমল কুমারের স্ত্রী ওটাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন পাড়াগ্রাম এলাকার সুপ্ত কুমার দাশের মেয়ে।
২ জুন গাজী (কোভিড) সেন্টার থেকে প্রাপ্ত রিপোর্টে তার দেহে করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়। ধারণা করা হচ্ছে, করোনায় আক্রান্ত রোগীর সংম্পর্শে গিয়ে তিনি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।