শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবাসাইলকাউলজানী একাদশকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে কাঞ্চনপুর একাদশ

কাউলজানী একাদশকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে কাঞ্চনপুর একাদশ

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

সখীপুরের নাকশালা ইলেভেন স্টার ক্লাবের উদ্যোগে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা রোববার (২৩ জুলাই) অনুষ্ঠিত হয়। এতে বাসাইলের কাউলজানী একাদশকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে কাঞ্চনপুর একাদশ।

 

এর আগে প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে সখীপুর ক্রীড়া ঐক্য একাদশ ফাইনালে উঠে। ফাইনালে খেলবে বাসাইলের কাঞ্চনপুর একাদশ বনাম সখীপুর ক্রীড়া ঐক্য একাদশ। এ ফাইনাল খেলার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

 

রোববার (২৩ জুলাই) সখীপুরের নাকশালা ইলেভেন স্টার ক্লাবের উদ্যোগে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সরকার মোঃ আরিফুজ্জামান ফারুক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার সৈয়দ আলী, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাতেম আলী সিকদার, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আব্দুস সালাম, নাকশালা ইলেভেন স্টার ক্লাবের সাধারণ সম্পাদক বাতেন সিকদারসহ অন্যরা। এ খেলা নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -