শুভ্র মজুমদার, কালিহাতি প্রতিনিধি: “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান ও “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতিতে জাতীয় মৎস সপ্তাহ- ২০১৯ উপলক্ষে র্যালি, বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই ) সকাল ১১.০০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের সভাপতিত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতি আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ হাসান ইমান খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন।