কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ঝাঁড়ুহাতে নারীদের মানববন্ধন

0
653
ছবি: নিউজ টাঙ্গাইল।

প্রতিনিধি, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। রবিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘরিয়া হায়াতপুর লৌহজং নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী লোকজন।

মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের নারীরা ঝাঁড়ু ও শিশুরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করে অবৈধভাবে ফসলি জমি কেটে বালু উত্তোলন বন্ধের দাবি জোর জানান।

এসময় মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে স্থানীয় ভুক্তভোগী ছানোয়ার হোসেন ভূঁইয়া, আমজাদ হোসেন, হযরত আলী, আজিজ মিয়া, আসাদুল, আতোয়ার রহমান ও আব্দুল ছালাম প্রমুখসহ অস্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের ফসলি জমি ও ঘরবাড়ী নদী গর্ভে বিলীন হচ্ছে। কেউ প্রতিবাদ করলে নানা ধরণের হয়রানি শিকার হতে হয়। দ্রুত বালু উত্তোলন বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।