সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে কর্মক্ষম বেকারদের মাঝে সেলাই মেশিন বিতরন

কালিহাতীতে কর্মক্ষম বেকারদের মাঝে সেলাই মেশিন বিতরন

শুভ্র মজুমদার,কালিহাতী প্রতিনিধি: অনগ্রসর উপজেলার জন্য বিশেষ থোক উপখাত গ্রহনকৃত প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইলের কালিহাতীতে ৪২ জন বেকার কর্মক্ষম পুরুষ ও মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে ৪২ জন পুরুষ ও মহিলাদের মধ্যে উপজেলার পারখী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২১ জন ও উপজেলার বিভিন্ন এলাকার আরোও ২১ জনের মাঝে উক্ত সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

সেলাই মেশিন বিতরনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী জহরুল হক, উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -