শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: “সত্য বল, সুপথে চল, ওরে আমার মন” লালন সাইঁজির এই অসাধারন বাণীকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রিয় সাধুসংঘের সহযোগী সংগঠন কেন্দ্রিয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের আয়োজনে ঈদ আনন্দ উপলক্ষে লালন সংগীত অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগস্ট (রবিবার) বিকেলে উপজেলার বাগুটিয়া বাজারে কেন্দ্রিয় সাধু সংঘ সাংস্কৃতিক জোট প্রস্তুতি উপ-কমিটির আহবায়ক সন্তোষ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন, কেন্দ্রিয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় সাধু সংঘের আহবায়ক হরিমোহন পাল, যুগ্ম আহবায়ক শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, সদস্য সচিব রেজাউল করিম, সাধু সংঘের সাধু উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল মজিদ, সাধু শামছুল হক নুরী , সাধু আলতাব শাহ ফকির, সাধু বিজন গোঁসাই সাধু হারুন-অর-রশিদ, সাধু দুলাল মাষ্টার, কেন্দ্রিয় সাধু সংঘ সাংস্কুতিক জোটের আহবায়ক শ্যামল শাহা, কেন্দ্রিয় সাধু সংঘ সাংস্কুতিক জোটের সাবেক সভাপতি আল কামাল হোসাইন রতন ও লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম ফকির, সাংবাদিক সোহেল রানা,মনির হোসেন ও শুভ্র মজুমদার প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাংস্কুতিক জোটের সাবেক কোষাধ্যক্ষ ফরিদুল ইসলাম শাকিল।