টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের বিয়ের বাজার করতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় হানিফ (৫৫) নামে এক বাবা নিহত হয়েছেন। সোমবার সকালে কালিহাতীর বাগুটিয়া এলাকার বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ উপজেলার সিলিমপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমি বিক্রি করে দুই ছেলেকে লেখাপড়া করিয়েছেন। তার বড় ছেলে ফারুক কিছুদিন আগে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে চাকরিতে যোগদান করেছে এবং ছোট ছেলে সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষের ছাত্র। আগামীকাল মঙ্গলবার বড় ছেলে ফারুকের বিয়ের দিন উপলক্ষে বাজার করতে এসে মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় হানিফ ঘটনাস্থলেই নিহত হন।
কালিহাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া জানান, এ ঘটনায় জড়িত মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।