নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় স্যানিটেশন মাস পালিত হয়েছে। “পয়ঃ বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশন সম্ভাবনা” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাকের সহযোগীতায় র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। র্যালি শেষে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এক আলোচনাসভায় টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খাঁন সোহেল হাজারী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা কৃষি কর্মকর্তা এ এম শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লীক, ব্র্যাকের প্রতিনিধি মনির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গাজিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।