Site icon News Tangail

কালিহাতীতে টিটোকে মনোনয়ন দেওয়ার দাবিতে নেতাকর্মীদের একক জোরালো দাবি

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সল্লা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) প্রামাণিক বয়েলমিল মাঠে আয়োজিত এ সভায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে দীর্ঘদিনের ত্যাগী নেতা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন দেয়ার দাবি জানান নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি ছিলেন বেনজীর আহমেদ টিটো। সভাপতিত্ব করেন সল্লা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামিম প্রামাণিক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলকসহ অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, মনোনয়ন পাওয়া লুৎফর রহমান মতিন এলাকায় কোন গণসংযোগ বা কার্যক্রম করছেন না, যা নেতাকর্মীদের হতাশ করেছে। তাই দ্রুত মনোনয়ন পরিবর্তন করে টিটোকে প্রার্থিতা দেয়ার আহ্বান জানান তারা।

সভায় টিটো বলেন, “রাজনীতি জনগণের শক্তিতে চলে; কোন সন্ত্রাসী বাহিনী বা পুলিশের ওপর নির্ভর করে নয়।”

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version