রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে এ দুর্ঘটনা ঘটে ।

স্থানীয় আব্দুল মালেক জানান, সকালে হোটেল খোলার জন্য বাসস্ট্যান্ডে আসি। তখন সুন্দরবন এক্সপ্রেস নামক ট্রেনটি য়ার। তার কিছুক্ষন পরে বাস ও ট্রেন লাইনের মাঝ খানে একজন লোক পড়ে থাকতে দেখে কাছে এগিয়ে যাই। গিয়ে দেখি লোকটি মারা গেছে। ট্রেন লাইনে কয়েক জায়গায় রক্ত পড়ে থাকতে দেখে মনে হচ্ছে ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। লাশটি আমাদের অচেনা।

এ বিষয়ে ট্রেন লাইনের কিম্যান মো.জুলফিকার জানান,সকাল আনুমানিক ৫টার কিছুক্ষন আগে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবক মারা গেছে।এলাকার লোকজন তাকে চিনতে না পারায় রেল পুলিশকে খবর দেয়া হয়।পরে ঢাকা থেকে রেল পুলিশ এসে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ নিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -