কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নগরবাড়ি-নারান্দিয়া বাজার রাস্তা নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৮মে) নির্মান কাজ উদ্বোধন করেন কালিহাতী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ,নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার,আওয়ামী লীগের নেতা ও বিশিষ্ট সমাজসেবক মাসুদ তালুকদার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আলী হোসেন তালুকদার বাচ্ছু, সাবেক ইউপি সদস্য জামাল হোসেন, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি একে ফজলুল হক ও সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা প্রমুখ।
নগরবাড়ী গ্রাম থেকে নারান্দিয়া বাজারে যাওয়ার এই পায়ে হাটা রাস্তাটি দীর্ঘ দিন যাবত চলাচলের অনুপযোগী ছিল। একটু বৃষ্টি হলেই চলাচল করতে পারতোনা এই এলাকার মানুষ। রাস্তা নির্মান কাজ শুরু হওয়ায় এই এলাকার মানুষ অত্যান্ত আনন্দিত।