টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- কালিহাতী থানাপাড়ার লাল মাহমুদের ছেলে নীরব (৫) এবং দুলাল মিয়ার ছেলে জাহিদ (৪)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নীরব ও জাহিদ খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।