মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে পিকআপের ধাক্কায় নিহত ১

কালিহাতীতে পিকআপের ধাক্কায় নিহত ১

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের কালিহাতী উপজেলার সলা এলাকায় শুক্রবার দুপুরে পিকআপের ধাক্কায় কিবরিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার ভাওয়াল গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঘটনাস্থলে এসে পিছন থেকে কিবরিয়া নামের এক ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে কিবরিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক পিকআপটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ টাঙ্গাইল মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -