মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কালিহাতীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে টাঙ্গাইলের কালিহাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা প্রমূখ।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহন করেন, কালিহাতী পৌরসভা বনাম নাগবাড়ী ইউনিয়ন পরিষদ। খেলায় নাগবাড়ী ইউনিয়ন ৫ গোল কালিহাতী পৌরসভা ৪ গোল। ১ গোল ব্যবধানে নাগবাড়ী ইউনিয়ন বিজয়ী হয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -