নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় আজমত আলী (৬৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। সোমবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক আজমত আলী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর পূর্বপাড়া গ্রামের মাজম ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নিহত ব্যক্তি সিএনজি নিয়ে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উঠতে ছিল। পথিমধ্যে অরক্ষিত রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়। দুমরে মুচড়ে যায় সিএনজিটি। পরে পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর আশরাফ সত্যতা নিশ্চিত করে জানান, ওই নিহত ব্যক্তি সিএনজি নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশে হাতিয়া রেলক্রসিং পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিরি মারা যায় এবং এ খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ বাড়ি নিয়ে যান।