শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : কালিহাতীতে নানা কর্মসূচি মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। বুধবার (০৫ জুন) সকাল ১১টা সময় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এ সময় কালিহাতী গ্রীন নামে একটি সংগঠন উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী শাহাদাত হুসেইন। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিহাব উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সহদেবপুরে সামাজিক সেবা সংগঠন উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান খান (ফরিদ) ফল গাছ বিতরণ করেন।