শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় কালিহাতী উপজেলার নারান্দিয়ার একটি মুড়ি ফ্যাক্টরির মালিককে বিভিন্ন অভিযোগ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ( ৪ মার্চ) দুপুরে এ জরিমানা করা হয়।
জানা যায়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক সিকদার শাহিনুর আলমের নেতৃত্বাধীন একটি অভিযানিক দল ।
কালিহাতী উপজেলার নারান্দিয়ায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।এ সময় শংকর মুড়ির মুড়ির মোড়কে মেয়াদ, মূল্য উল্লেখ না থাকা , আয়োডিন বিহীন ইন্ডাসট্রিয়াল লবন ও মাত্রাতিরিক্ত ফিটকারী ব্যবহার , নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ২৫ হাজার-টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।পাশাপাশি ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন, টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আনোয়ারুর ইসলাম এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।