শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য আটক

কালিহাতীতে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি:কালিহাতীতে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের সদস্য সুরেজ বাবু (৩৬) কে পুলিশ আটক করেছে। শনিবার সকালে উপজেলার পালিমা উত্তরপাড়া রিপন মন্ডলের ঘরের টিন কেটে মোটর সাইকেল ছিনতাইকালে আটক করা হয়।
এলাকাবাসী জানান,উপজেলার পালিমা উত্তরপাড়া ঘরের টিন কেটে প্রবেশ করে পালসার মোটরসাইকেল নেয়ার সময় রিপন মন্ডলের ডাকচিৎকারে স্থানীয়রা চারদিকে ঘেরাও করে ছিনতাইকারী সুরেজকে ধরে ফেলে উত্তমমধ্যম দেয়। এসময় আরো ৩/৪ জন ছিনতাইকারী সদস্য পালিয়ে যায়। মোটরসাইকেল ছিনতাইকারী সুরেজ বাবু উপজেলার নিশ্চিন্তপুর-সোনাখরুলিয়া গ্রামের আলী আজগরের ছেলে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রপ্তি কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মটরসাইকেল জব্দ ও ছিনতাইকারীকে আটক করা হয়েছে। সুরেজ বাবু ছিনতাইকারী চক্রের সদস্য। এব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -