শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : মহান স্বাধীনতার ইশ্তেহার পাঠক শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট কালিহাতী কলেজ শাখার উদ্যোগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কালিহাতী কলেজে ভর্তিকৃত জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্ট কালিহাতী কলেজ শাখার আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নাফিসা আক্তার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী কলেজের অধ্যক্ষ আ. রহিম।
এসময় আরো বক্তব্য রাখেন,কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আক্তারুজ্জামান, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মজিবুর রহমান, কালিহাতী আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কল্যাণ ট্রাস্টের সদস্য ও কালিহাতী কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী কলেজের অধ্যাপক আব্দুল আউয়াল।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।