কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে ২টি চোরাই মোটরসাইকেলসহ শাহীন নামে আন্ত:জেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার বল্লা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। শাহীন (২৫) কস্তুরীপাড়া গ্রামের আবু হানিফের ছেলে।
কালিহাতী থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক আবুল বাসারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বল্লা এলাকায় অভিযান চালিয়ে লাল রংয়ের ১০০ সিসি হিরো স্প্ল্যান্ডার মোটর সাইকেল (রেজিঃ নং-টাঙ্গাইল হ-১৩-৫৮৪৩, ইঞ্জিন নং- HA70EAA9B10414, চেসিস নং-MBLHA10EEA9B05381) মোটরসাইকেল চুরি করার সময় শাহীন নামে ওই চোরকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার ভাড়া বাসা থেকে আরো ১ টি কালো রংয়ের হিরু গ্লামার ১২৫ সিসি মোটর সাইকেল ( ইঞ্জিন নং- 07H05M46952, চেসিস নং MB3HA10EL7GH00581 পিছনের প্লেটে রেজিঃ নম্বর হিসাবে জামালপুর-হ-১১-২৮৩৯ লেখা গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সে আন্ত:জেলা চোর চক্রের সদস্য বলেও জানান তিনি। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।