বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতী প্রেসক্লাবের আয়োজনে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিহাতী প্রেসক্লাবের আয়োজনে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল কাশেম আহম্মেদ এর স্মরণসভা ও দোয়া মাহফিল কালিহাতী প্রেসক্লাবের আয়োজনে ও উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে (১১ আগস্ট) শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ও প্রয়াত আবুল কাশেম আহম্মেদ’র ছেলে বিশিষ্ট ব্যবসায়ী বেনজীর আহমেদ টিটো, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মিজানুর রহমান মজনু ও ডেপুটি কমান্ডার কৃষিবিদ আলহাজ্ব মীর মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনির, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজনু মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, কেন্দ্রীয় সাধু সংঘের সাধু রবীন্দ্র নাথ কর্মকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী ও কালিহাতী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহেল রানা। অনুষ্ঠানে মোনাজাত করেন কালিহাতী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদুজ্জান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -