রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
Homeজাতীয়কালিয়াকৈরে করোনা রোগী ১১’শ ছাড়িয়েছে

কালিয়াকৈরে করোনা রোগী ১১’শ ছাড়িয়েছে

আমিনুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর):   সারাদেশে  ৩য় দফা লকডাউন থাকা সত্ত্বেও গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নতুন করে দিন দিন করোণা রোগীর সংখ্যা বেড়েই চলছে। কোনভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। ৯ মে রবিবার পযন্ত কালিয়াকৈর উপজেলায়  ১১’শ ছাড়িয়েছে।
জানা যায়, এ উপজেলায় প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বেড়েই চলছে।গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই নিয়ে উপজেলায় ১১০৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই পর্যন্ত কালিয়াকৈর উপজেলায় মোট ৫৮৯০ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।এরমধ্যে আক্রান্তের সংখ্যা ১১০৩ জন।    এদের মধ্য থেকে ১০৩৮জন রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।এর মধ্যে মারা গেছেন ১৬জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।তবে মৃত্যুর হার তুলনামূলক ভাবে অনেক কম।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -