নিউজ টাঙ্গাইল ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মো. কামাল হোসেন (৪২) নামে একজন বাই-সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন টাঙ্গাইল জেলার, গোপালপুর থানার, বেড়াডাকুরী গ্রামের মো. হায়দার আলীর পুত্র। তিনি উপজেলার জোড়াপাম্প এলাকায় ভাড়া থেকে স্থানীয় এপেক্স ফুটওয়্যার লি. নামে একটি কারখানায় শ্রমিক হিসাবে কর্মরত ছিল।
জানা যায়, সকালে উপজেলার জোড়াপাম্প এলাকার বাসা থেকে বাইসাইকেলে কারখানায় যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সালনা হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।